ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

এসিআর পাঠানোর সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:১৩ পিএম, ২৫ মে ২০২১

করোনাভাইরাস মহামারি দীর্ঘায়িত হওয়ার কারণে ২০২০ সালের বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের দফতরে পৌঁছানোর সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে এসিআর পৌঁছাতে হবে।

সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবসহ সংশ্লিষ্টদের কাছে সোমবার সময় বাড়িয়ে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, করোনা মহামারি দীর্ঘায়িত হওয়ার কারণে বিরাজমান বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্মচারীরা এসিআর দাখিল, অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষর করণের প্রক্রিয়া সম্পন্ন করে ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের দফতরে এসিআর পৌঁছানোর সময় আগামী ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হলো।

উল্লেখ্য, বিষয়টি কেবল ২০২০ সালের এসিআরের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

আরএমএম/এসএইচএস/জিকেএস