ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ত্রিপুরায় ব্ল্যাক ফাঙ্গাস, সতর্ক ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য বিভাগ

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ১০:০১ পিএম, ২৩ মে ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আসা ভারতফেরত যাত্রীদের মধ্যে ১০ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। সম্প্রতি ভারতে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থা আছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ।

রোববার বিকেলে জাগো নিউজকে এ তথ্য জানিয়ে তিনি বলেন, ‘ভারতজুড়ে ব্ল্যাক ফাঙ্গাস (কালো ছত্রাক) মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। ভারত থেকে বিশেষ ব্যবস্থায় যেসব বাংলাদেশি নাগরিক ফিরেছেন, তাদের মধ্যে এখন পর্যন্ত কারো ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত শনাক্ত হয়নি। তবে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতফেরত কোয়ারেন্টাইনে থাকাদের মধ্যে ১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুইজন নেগেটিভ হয়ে সুস্থ হয়ে উঠেছেন।’

তিনি আরও বলেন, আক্রান্তরা সবাই আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে যারা আক্রান্ত আছেন, তাদের শরীরে ভারতীয় ব্ল্যাক ফাঙ্গাস আছে কি-না তা পরীক্ষা করতে ল্যাবে পাঠানো হয়েছে।

এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যে ৬৮ বছরের এক নারীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হওয়ায় খবরে সীমান্তবর্তী উপজেলা আখাউড়ায় উত্তেজনা দেখা দেয়। ব্ল্যাক ফাঙ্গাসের বিষয়টি জানিয়েছে ত্রিপুরার স্থানীয় কয়েকটি গণমাধ্যম। সেখানে ২৪ ঘণ্টা কারফিউ চলছে বলে জানা যায়।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান বলেন, ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ ছড়ালে আমাদের জন্য ঝুঁকি আছে। যেহেতু আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরা হয়ে লোকজন দেশে প্রবেশ করছে তাই বাংলাদেশেও এর সংক্রমণ ছড়াতে পারে।

আবুল হাসনাত মো. রাফি/এআরএ/এমএস