ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনায় বেড়েছে নারীর মৃত্যু, কমেছে পুরুষের

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৫০ পিএম, ২৩ মে ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুরুষের তুলনায় নারী রোগীর মৃত্যু বেড়েছে। স্বাস্থ্য অধিদফতরের করোনায় মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

সবশেষ রোববার (২৩ মে) পর্যন্ত সারাদেশে মোট ১২ হাজার ৩৭৬ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে পুরুষ ৮ হাজার ৯৪৮ জন ও নারী ৩ হাজার ৪২৮ জন। মোট মৃত রোগীদের মধ্যে পুরুষ ৭২ দশমিক ৩০ শতাংশ ও নারী ২৭ দশমিক ৭০ শতাংশ।

১ জানুয়ারি থেকে ২৩ মে পর্যন্ত শতাংশের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে পুরুষ রোগীর মৃত্যু ৩ দশমিক ৭৮ শতাংশ কমেছে। নারী রোগীর মৃত্যু ৩ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে।

প্রাপ্ত পরিসংখ্যানে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বছর অর্থাৎ ২০২০ সালের ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। প্রথম রোগী মৃত্যুর দিন থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত মোট মৃতের সংখ্যা ছিল সাত হাজার ৫৭৬ জন। তাদের মধ্যে পুরুষ পাঁচ হাজার ৭৬৪ ও নারী এক হাজার ৮১৮ জন। মোট মৃতের মধ্যে পুরুষ ৭৬ দশমিক শূন্য ৮ শতাংশ ও নারী ২৩ দশমিক ৯২ শতাংশ।

এমইউ/জেডএইচ/এমকেএইচ