ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাবুলকে কারাবিধি অনুযায়ী চিকিৎসা দেয়ার আদেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ২৩ মে ২০২১

স্ত্রী হত্যাকাণ্ডের দায়ে শ্বশুরের দায়ের করা মামলায় কারাগারে আছেন সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। তিনি অসুস্থতায় ভুগছেন দাবি করে তার আইনজীবী তাকে কারাগারের বাইরে হাসপাতালে উন্নত চিকিৎসার আবেদন করেন। তবে আদালত বাবুল আক্তারকে কারাবিধি অনুযায়ী চিকিৎসা প্রদানের আদেশ দিয়েছেন।

রোববার (২৩ মে) বিকেলে শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট আরিফুর রহমান জাগো নিউজকে বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য আমরা কারাগারের বাইরে হাসপাতালে বাবুল আক্তারকে চিকিৎসা প্রদানের আবেদন করেছিলাম। তবে শুনানি শেষে আদালত কারাবিধি অনুযায়ী তাকে চিকিৎসা প্রদানের আদেশ দেন।’

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শফিকুল ইসলাম খান জাগো নিউজকে বলেন, ‘কারাগারে আনার প্রথম দিনেই বাবুল আক্তারকে যাবতীয় চেকআপ করা হয়েছে। তার কোনো সমস্যা নেই। এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন। তাকে আপাতত কারাগারের ভেতরের হাসপাতালে নেয়ারও প্রয়োজন নেই। তিনি অসুস্থ হলে কারাবিধি অনুযায়ী সুচিকিৎসা প্রদান করা হবে।’

জানা গেছে, এর আগে বাবুল আক্তারকে কারাগারে ডিভিশন প্রদানের আবেদন করেছিলেন তার আইনজীবী। আদালত কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে আদেশ দিয়েছিলেন। তবে কারাবিধি অনুযায়ী বাবুল আক্তার ডিভিশন পাবেন না বলে আদালতকে জানান কারা কর্তৃপক্ষ। তাই তিনি অন্যান্য সাধারণ বন্দিদের মতো কারাগারে আছেন।

মিজানুর রহমান/এআরএ/এমএস