ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিয়ের বয়স শর্তহীনভাবে ১৮ বছর রাখার দাবি

প্রকাশিত: ১২:৪৮ পিএম, ০২ ডিসেম্বর ২০১৫

বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৪ এ (খসড়া) ১৬ নং ধারার বিশেষ বিধান বাতিল করে মেয়েদের বিয়ের বয়স শর্তহীনভাবে ১৮ বছর রাখার দাবি জানিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটির ৬৮ টি সংগঠন। বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
 
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম বলেন, যে প্রধানমন্ত্রী নারী ক্ষমতায়নের জন্য কাজ করেন তার সরকার কিভাবে বাল্য বিবাহে সম্মতি দেন। ১৮ বছরের আগে মেয়েরা সামাজিক, পারিবারিক, মানসিক বা শারিরিকভাবে প্রস্তুত থাকে না। এ আইনে আমরা হতাশ।
 
তিনি আরো বলেন, যখন থেকে আভাস পাচ্ছিলাম মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে কমিয়ে এনে ১৬ করা হচ্ছে তখন থেকেই আমরা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করি। সরকারের সঙ্গে কথা বলি। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছিলেন এ আইন পাশ হবে না। তবে কেন এ আইনের খসড়া চুড়ান্ত হলো।
 
কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক রোকেয়া রফিক বেবি বলেন, নারী শক্তিকে শ্রম শক্তিতে রুপান্তরির করতে হলে তাকে শিক্ষা ও মান দিয়ে কর্মক্ষম করতে হবে। ১৬ বছর বয়সে বিয়ে দিয়ে তাকে পঙ্গু করে দিতে পারি না আমরা।
 
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, আমরা জানি সংসদে এ বিষয়ে কোন কথা হবে না। তবে মন্ত্রী পরিষদে এ বিষয়ে কথা বলা যেতে পারে। নির্বাচিত প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয় কথা বলুন। তা না হলে গণতন্ত্র পোশাকী ভাষা হয়ে যাবে। মনে রাখবেন গণতন্ত্র মানে ভোটের দিন নয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধরী, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, উইমেন ফর উইমেন প্রাক্তন সভাপতি সালমা খানম, মানুষের জন্য ফাউন্ডেশনের নাজরানা ইয়াসমিন হিরা প্রমুখ।  

এএস/এএইচ/আরআইপি