ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ফিলিস্তিনিদের জন্য যেভাবে পাঠানো যাবে অর্থ সহায়তা

সিরাজুজ্জামান | প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ২০ মে ২০২১

ইসরায়েলের বর্বরোচিত হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের জন্য অর্থ সহায়তা পাঠাতে বিকল্প ব্যবস্থা নিয়েছে দেশটির দূতাবাস। এখন থেকে মোবাইল ব্যাংকিং ও ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠানো যাবে।

এর আগে এতদিন দূতাবাসে গিয়ে অর্থ দিতে হতো। কিন্তু সেখানে অনেক মানুষের ভিড় হওয়ায় করোনার কথা ভেবে সাতদিন চলার পর ২০ মে থেকে এটি বন্ধ করা হয়।

রাজধানীর বারিধারায় ফিলিস্তিনি দূতাবাসে গিয়ে দেখা যায়, সেখানে নানা পেশার লোক গিয়ে ফিলিস্তিনিদের জন্য অর্থ সাহায্য দিচ্ছেন। এদের মধ্যে ছাত্র, শিক্ষক, ইঞ্জিনিয়ার, সরকারি ও বেসরকারি চাকরিজীবী, সেনাবাহিনীর লোক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন।

উত্তর বাড্ডার অধিবাসী ও সন্ধানী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গোলাম রহমান দুর্জয় জাগো নিউজকে বলেন, ‘আমরা মানবিক জায়গার দায়বদ্ধতা থেকে এখানে এসেছি। আমাদের বন্ধুপ্রতিম ফিলিস্তিনি রাষ্ট্র ইসরায়েল কর্তৃক যে বর্বর নির্যাতনের শিকার হচ্ছে, আমরা এসেছি তাদের সহমর্মিতা জানাতে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছি।’

তার সহযোগী ইকবাল খান জাহিদ বলেন, ‘আমি বাংলাদেশের অন্যান্য মুসলিম ভাইদের অনুরোধ করব ফিলিস্তিনির ক্রাইসিস মুহূর্তে তারা যেন এগিয়ে আসেন।’

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মাহতাব উদ্দিন বলেন, ‘ফিলিস্তিনি জনগণ নির্যাতিত। মুসলিম উম্মাহ হিসেবে আমরা তাদের সাহায্য করতে এসেছি। আমরা তাদের কল্যাণ চাই।’

jagonews24

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক এবিএস মানিক মুনশি বলেন, ‘এবার আমি সাহায্য করতে পারিনি। তবে পরবর্তীতে আমারও দেয়ার ইচ্ছা আছে।’

এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান জাগো নিউজকে বলেন, ‘আমি সাতদিন ধরে দেখছি বাংলাদেশিরা দূতাবাসে আসছেন সাহায্য করার জন্য। আমাদের দেশের মানুষের জন্য সহমর্মিতা জানাতে অনেকে বিভিন্ন কাজ ফেলে এখানে আসছেন। সাধ্য অনুযায়ী সাহায্য দিচ্ছেন। সেখানে এ মুহূর্তে তাদের জন্য ওষুধের কোনো দরকার নেই। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে প্রচুর ওষুধ মজুত আছে। এখন দরকার চিকিৎসার সরঞ্জামাদি। বাংলাদেশিদের দেয়া টাকা নিয়ে সরঞ্জামাদি কেনা হবে। বাকি টাকা বাস্তুচ্যুত ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হবে।’

যেভাবে অর্থ সাহায্য পাঠানো যাবে
বিকাশ, নগদ, উপায়ের মাধ্যমে টাকা পাঠানো যাবে। এছাড়া ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) মাধ্যমেও টাকা পাঠানো যাবে।

সেখানে দায়িত্বরত কর্মকর্তারা জানান, ০১৯৩৭৭৯১২৫৪ এই নম্বরে বিকাশ, নগদ ও উপায়ের মাধ্যমে টাকা পাঠানো যাবে।

ইউসিবিএল ব্যাংকের মাধ্যমেও পাঠানো যাবে টাকা। সে ক্ষেত্রে একাউন্টের নাম: এম্বাসি অব দ্য টেস্ট অব পেলাস্টাইন। একাউন্ট নম্বর ০৯৫১৩০১০০০০০১৮৩৬, রাউটিং নম্বর ২৪৫২৬১৭৩৮, করপোরেট শাখা SWIFT : UCBLBDDHGAB এর মাধ্যমে টাকা পাঠানো যাবে।

এইচএস/জেডএইচ/জিকেএস