ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হিযবুত তাহরীরের আইটি বিশেষজ্ঞ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫২ পিএম, ২০ মে ২০২১

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের আইটি বিশেষজ্ঞ ও এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

গ্রেফতার ওই ব্যক্তির নাম- এইচ এম মেহেদী হাসান রানা (৩০)। তার বাড়ি পটুয়াখালীর মীর্জাগঞ্জে। পুলিশ দাবি করেছে, হিযবুত তাহরীরের অনলাইন সম্মেলন ও প্রচারণায় তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে এটিইউ পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া থানার পালংখালী এলাকা থেকে বুধবার রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য ও আইটি বিশেষজ্ঞ মেহেদী হাসান রানাকে গ্রেফতার করা হয়।

এটিইউ পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, মেহেদী হাসান রানা হিযবুত তাহরীরের আইটি সেক্টরে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করছেন। হিযবুত তাহরীরের অনলাইন সম্মেলন ও প্রচারণায় তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। অনলাইন মিডিয়ায় কথিত খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের বিভিন্ন প্রচার-প্রচারণাসহ অন্যান্য সদস্যদের মুক্তির জন্যও তিনি চেষ্টা করে আসছিলেন।

এছাড়াও বর্তমান গণতান্ত্রিক সরকারকে উৎখাতের মাধ্যমে দেশে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন মেহেদী। ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে ব্র্যাকে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার হিসেবে তিন বছর ধরে কর্মরত ছিলেন তিনি।

গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি সিম কার্ড ও তিন ধরনের সাতটি হিযবুত তাহরীরের লিফলেট জব্দ করা হয়।

গ্রেফতার আসামির বিরুদ্ধে কক্সবাজারের উখিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে বাদী হয়ে মামলা করেছে এটিইউ।

টিটি/এআরএ/এএসএম