ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রেলওয়ের দরপত্রের অনিয়ম ঠেকাতে ই-টেন্ডারিং

প্রকাশিত: ০৭:০৭ এএম, ০২ ডিসেম্বর ২০১৫

রেলওয়ের দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম ও বিশৃংখলা রোধে আগামীতে ই-টেন্ডারিং করা হবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এছাড়া সিআরবি এলাকার নিরাপত্তা জোরদারকরার লক্ষ্যে সংশ্লিষ্ট দফতর থেকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে পত্রের মাধ্যমে অনুরোধ করা হয়েছে।

জাতীয় সংসদ ভবনে বুধবার অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৭তম বৈঠকে এসব জানানো হয়। কমিটি সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. মোসলেম উদ্দীন, মুহাম্মদ মিজানুর রহমান, মো. সিরাজুল ইসলাম মোল্লা, মোহাম্মদ নোমান, ইয়াসিন আলী এবং ফাতেমা জোহরা রানী অংশ নেন।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক কমিটির সদসরা ২৯ ও ৩০ নভেম্বর তারিখে খুলনা, মংলা ও দর্শনাস্থ রেলওয়ের কার্যক্রম এবং স্থাপনা পরিদর্শন শেষে সার্বিক বিষয়ে এবং রেলওয়ের নিরাপত্তা বাহিনী বিল-২০১৫” পরীক্ষান্তে রিপোর্ট চূড়ান্তকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক কমিটির সদস্যরা খুলনা, মংলা ও দর্শনা রেলওয়ের কার্যক্রম এবং স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শন প্রতিবেদনের বিষয়ে পরবর্তী বৈঠকে আলোচনা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া কমিটি ‘রেলওয়ের নিরাপত্তা বাহিনী বিল-২০১৫’ পরীক্ষান্তে রিপোর্ট চূড়ান্তকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করে কমিটির পরবর্তী বৈঠকে আরও বিস্তারিত আলোচনা শেষে রিপোর্ট প্রদান করার বিষয়ে সুপারিশ গ্রহণ করে । বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।       
    
এইচএস/এআরএস/আরআইপি