ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চালু হলো নারীদের জন্য স্টাফ বাস

প্রকাশিত: ১১:১২ এএম, ১২ নভেম্বর ২০১৪

ঢাকা: ঢাকা মহানগরীর সরকারি কর্মকর্তা-কর্মচারী নারীদের জন্য অফিসে যাতায়াতের জন্য বাংলাদেশ কর্মচারী কল্যাণবোর্ড ৬টি নতুন স্টাফবাস চালু করছে।

বুধবার ঢাকার মতিঝিলে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের এ স্টাফ বাস সার্ভিসের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

বর্তমানে ঢাকা মহানগরীসহ বিভিন্ন বিভাগীয় শহরে ৮৯টি স্টাফ বাস চালু আছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কিলোমিটারের জন্য বড়বাসে ২০ পয়সা এবং  মিনিবাসে ৪০ পয়সা হিসেবে ভাড়া প্রদান করতে হয়।

অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সরকার সরকারি কর্মচারীদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে অত্যন্ত আন্তরিক। ইতোমধ্যে কর্মচারীদের সার্বিক কল্যাণে আইন পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমানে প্রতি অর্থ বছরে কর্মচারী কল্যাণ বোর্ড থেকে প্রায় একশ কোটি টাকা সাহায্য প্রদান করা হয়।

এ ছাড়া প্রতিমন্ত্রী মতিঝিল মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। এ সময় তিনি মহিলাদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে তুলতে কর্মচারী কল্যাণ বোর্ডের প্রশিক্ষণের পরিসরকে বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালকের সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের উপস্থিত ছিলেন।

সিনিয়র সচিব বলেন, কর্মচারী কল্যাণ বোর্ডের একটি বহুতল ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ভবন ভবিষ্যতে আয়ের উৎস হিসেবে কাজ করবে এবং কর্মকর্তা কর্মচারীদের সহায়তার পরিমাণ বৃদ্ধি করা যাবে।