ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ভারতীয় ধরন শনাক্তের মধ্যে ৫ জন সুস্থ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১৬ মে ২০২১

ভারতীয় ভ্যারিয়েন্টে (ধরন) করোনা শনাক্তদের মধ্যে পাঁচজন একেবারেই সুস্থ আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার (১৬ মে) স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক প্রফেসর মো. নাজমুল ইসলাম।

তিনি বলেন, ভারত থেকে আসা সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। তাদের মধ্যে যাদের করোনা পজিটিভ পাওয়া গিয়েছিল তাদের জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে ভারতীয় ভ্যারিয়েন্ট চিহ্নিত করা হয় এবং তাদের আলাদা করে কঠোর কোয়ারেন্টাইন করে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, তাদের মধ্যে পাঁচজন একেবারেই সুস্থ আছেন। যে কন্ট্রাক্ট ট্রেসিং হয়েছিল তাদের মধ্যেও কোনো সংক্রমিত রোগী পাওয়া যায়নি। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত ছয়জন করোনা রোগী চিহ্নিত হয়েছে।

এমইউ/এআরএ/এমএস