ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে ‘অতিরিক্ত মদপানে’ ব্যবসায়ীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১৬ মে ২০২১

রাজধানীর লালবাগের হরমোহন খিলি স্টিট এলাকায় অতিরিক্ত মদপানে মোহাম্মদ আলী (৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (১৬ মে) বেলা সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী চম্পা বেগম বলেন, ‘আমার স্বামী সকালের দিকে বাসায় দই, খিরা ও মালটা খান। খাওয়ার কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, ‘তার স্বামী লালবাগের ১০ নং হরমোন খিলি স্টিট আমলিগোলার সুরুজ মিয়ার ছেলে। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মোহাম্মদ আলী ইমিটেশনের ব্যবসা করতেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান জানান, অতিরিক্ত মদপানে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

ইএ/জিকেএস