ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঈদে ভালো নেই সদরঘাটের মাঝিরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১৫ মে ২০২১

ভালো নেই সদরঘাটের মাঝিরা। ঈদে যাত্রী কম থাকায় তেমন ভাড়া পাচ্ছেন না তারা। ভাড়া কম পাওয়ায় তাদের এখন থাকা-খাওয়ায় কষ্টকর হয়ে যাচ্ছে। অসহায় হয়ে সরকারের কাছে সহযোগিতা কামনা করেছেন সদরঘাটের মাঝিরা।

শনিবার (১৫ মে) সদরঘাটের নৌ ঘাটে গিয়ে দেখা যায়, অনেক মাঝি ভাড়া না পেয়ে বসে আছেন। সরকারঘোষিত বিধিনিষেধের (লকডাউন) কারণে তারা গ্রামেও যেতে পারেনি। এবারের ঈদও তেমন ভালো কাটেনি তাদের। পরিবার-পরিজন নিয়ে কোনো রকম দিন পার করছেন তারা।

jagonews24সরকারের কাছে সহযোগিতা কামনা করেছেন সদরঘাটের মাঝিরা

সদরঘাটে নৌকা চালিয়ে সংসার চলে মাঝি জসিম আকবরের। তিনি বলেন, এবার ঈদ তেমন ভালো কাটেনি। যাত্রী কম থাকায় তেমন ভাড়া মারতে পারছি না। অপরদিকে লকডাউনের কারণে লোকজন কম। সব মিলে কষ্টের মধ্যে আমরা দিন পার করছি।

মাঝি খালেদ বলেন, আগের মতো এখন নৌ-ঘাটে যাত্রী পাওয়া যায় না। ভাড়া অনেক কম। ঈদে যাত্রীও কম। যাত্রী কম থাকায় ভাড়া পাওয়া যাচ্ছে না।আমাদের এখন থাকা-খাওয়া কষ্টকর হয়ে যাচ্ছে। সরকার যদি আমাদের সহযোগিতা করেন তাহলে আমাদের কষ্ট কিছুটা কমে আসবে।

jagonews24ঈদ বড় লোকদের। আমরা গরীব, আমাদের তো ঈদ নেই

সাইফুল আলম নামে সদরঘাটের আরেক মাঝি বলেন, এবার আমাদের ঈদ ভালো কাটেনি। লকডাউনের কারণে এবার ঈদে মানুষ কম। মানুষ কম থাকায় আমারা তেমন ভাড়াও পাচ্ছি না। আগে সকাল থেকে দুপুর পর্যন্ত তিন থেকে চারশ টাকা ভাড়া মারতে পারতাম। এখন দুইশ টাকা ভাড়া মারা কষ্টকর হয়ে যাচ্ছে।

মাঝি জাফর বলেন, ঈদ তো বড় লোকদের। আমরা গরীব, আমাদের ঈদ নেই। আমাদের তিন বেলা খাওয়া এখন কষ্টকর হয়ে গেছে। আগের মতো এখন ভাড়াও পাই না। সরকার যদি আমাদের সহযোগিতায় এগিয়ে আসেন তাহলে আমরা একটু ভালো থাকতে পারি। সরকারের কাছে আমরা সহযোগিতা কামনা করছি।

জেএ/এআরএ/জিকেএস