ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৬১

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:৪৩ এএম, ১৫ মে ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৫৭৭ জনে দাঁড়াল। একই সঙ্গে করোনায় আক্রান্ত হন ৬১ জন। ফলে শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫১ হাজার ৭৬৫ জনে।

শনিবার (১৫ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (শুক্রবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৭৯০ নমুনা পরীক্ষায় ৬১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৫০ ও উপজেলার ১১ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১০ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১ জন এবং শেভরন হাসপাতাল ল্যাবে ১৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে মা ও শিশু হাসপাতাল ল্যাবে পাঁচজন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের চারজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

মিজানুর রহমান/জেএইচ/এমকেএইচ