শুল্ক নিয়ে মিথ্যা কথা বলেছেন মজীনা : তোফায়েল
যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক দেওয়া নিয়ে ড্যান মজীনা অসত্য কথা বলেছেন বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনডেটিং এজেন্টস অ্যাসোসিয়েশনের আইএসও সনদ প্রাপ্তি অবহিতকরণ অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক দেওয়া নিয়ে ড্যান মজীনা অসত্য কথা বলেছেন। কারণ বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে ১৬ দশমিক ৮ শতাংশ শুল্ক দিয়ে থাকে। যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে আফ্রিকার দেশগুলোর কোনো ডিউটি দেওয়া লাগে না। যার কারণে তারা বেশি দরে পণ্য বিক্রি করতে পারে। তবে বাংলাদেশের ক্ষেত্রে এই সুবিধা না থাকার কারণে ওই বাজারে কম দরে পণ্য বিক্রি করতে হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে ড্যান মজীনা বলেন, বাংলাদেশের ব্যবসায়ীদের নিকট থেকে শুল্ক নেওয়া হয় না। বরং তাদের ক্রেতাদের নিকট থেকে এ শুল্ক আদায় করা হয়।
মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের কড়া সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের কোনো শুল্কমুক্ত অধিকার দেওয়া হয় না। এর জন্য বাংলাদেশ ১৬.৮ শতাংশ ডিউটি দিয়ে থাকে। প্রতি বছর বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে ৮.২৮ মিলিয়ন মার্কিন ডলার ডিউটি দিয়ে থাকে। গত ৫ বছরে তার পরিমাণ ৩.৪১ বিলিয়ন মার্কিন ডলার।
মন্ত্রী বলেন, দেশের পোশাক শিল্প নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। যারা এতো দিন বাংলাদেশকে তলাবিহীন ঝুঁড়ি হিসেবে অভিহিত করতো তারা এখন বাংলাদেশকে মিরাকেল বলে। সরকারের প্রচেষ্টায় অর্থনীতি সামনে এগিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাণিজ্যিক সুবিধা (জিএসপি) ফিরে পাওয়ার সব শর্ত ইতোমধ্যে পূরণ করা হয়েছে।