ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন পরিবেশমন্ত্রী

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ১৩ মে ২০২১

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন তার নির্বাচনী এলাকা মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার জনগণসহ সমগ্র দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মে) এক ভিডিও বার্তায় দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে ঈদের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বে করোনাভাইরাস সংক্রমণের কারণে গতবারের মতো এবারও এক ভিন্ন প্রেক্ষাপটে পবিত্র মাহে রমজান শেষে ঈদ উদযাপিত হবে। আল্লাহর বিশেষ রহমতে এবং সবার দোয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউ সফলভাবে মোকাবিলা করেছে।

মন্ত্রী এসময় দেশের মানুষকে করোনা মহামারি থেকে মুক্ত করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করার আহ্বান জানান। এ সময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানান।

তিনি বলেন, নিজে নিরাপদ থাকবেন, পরিবারের সদস্যদেরকে নিরাপদ রাখবেন এবং দেশবাসীকে নিরাপদ রাখতে সহায়তা করবেন।

এমইউ/এআরএ/এমএস