ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হালদায় অভিযান : ৬০০ মিটার নিষিদ্ধ জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১২ মে ২০২১

বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে ৬০০ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।

বুধবার (১২ মে) দুপুর সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

উপজেলা প্রশাসন জানায়, এপ্রিল মাস থেকে হালদায় প্রজনন মৌসুম শুরু হয়েছে। এজন্য নদীতে মা মাছ আসা শুরু করেছে। নদীকে ঘিরে থাকা একটি অসাধু চক্র এই মা মাছ শিকারে তৎপর। তাই নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

হাটহাজারী ইউএনও রুহুল আমিন বলেন, আজ বুধবার নদীর বোয়ালিয়ার মুখ এলাকায় অভিযান চালিয়ে ৬০০ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সমাজকর্মী শেখ মোরশেদুজ্জামান, মেখল ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য, আইডিএফ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন বলে জানান তিনি।

মিজানুর রহমান/এমআরএম/জিকেএস