ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষার ফি কমল

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ১১ মে ২০২১

বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষার ফি কমিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এসব হাসপাতালে সাধারণ জনগণের জন্য সাড়ে তিন হাজার থেকে কমিয়ে তিন হাজার টাকা, বিদেশগামী যাত্রীদের জন্য তিন হাজার থেকে কমিয়ে আড়াই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বাসা থেকে পরীক্ষার ফি সাড়ে চার হাজার টাকা থেকে কমিয়ে সাড়ে তিন হাজার টাকা করা হয়েছে।

মঙ্গলবার (১১ মে) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘ঈদকে সামনে রেখে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে মানুষ গ্রামে ঈদ করতে যাচ্ছেন। বার বার সচেতন করে তুলতে স্বাস্থ্য অধিদফতর ও গণমাধ্যমে অব্যাহত প্রচেষ্টা চালালেও মানুষ কর্ণপাত করছে না।’

বাড়ি থেকে ফিরে এসে কিংবা বাড়িতে কোনো উপসর্গ দেখা দিলে বেশি বেশি করোনার টেস্ট করার পরামর্শ দেন তিনি।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘রাজধানীসহ সারাদেশে এখন সরকারি ও বেসরকারি পর্যায়ে সাড়ে চার শতাধিক বিভিন্ন ধরনের ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ আছে। সরকারি ল্যাবে নামমাত্র মূল্যে নমুনা পরীক্ষা করা হচ্ছে। বেসরকারি পর্যায়েও খরচ কমানো হয়েছে। সুতরাং অবহেলা না করে বাড়ি থেকে ফিরে বেশি বেশি করোনা টেস্ট করান।

এমইউ/ইএ/জিকেএস