ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

এবার নেপালকে ৫ হাজার ভায়াল রেমডেসিভির দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:১৭ পিএম, ১১ মে ২০২১

করোনায় বিপর্যস্ত নেপালকে ওষুধ এবং অন্যান্য সুরক্ষা সামগ্রী দিয়েছে বাংলাদেশ। সহায়তায় অংশ হিসেবে নেপালকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস উৎপাাদিত ৫০০০ ভায়াল রেমডেসিভির ইনজেকশন এবং অ্যাসেনসিয়াল ড্রাগস উৎপাদিত হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট দেয়া হচ্ছে।

মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ওষুধ হস্তান্তরের প্রতীকী বক্স ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূতের হাতে তুলে দেন।

বাংলাদেশ থেকে এসব রেমডেসিভির ইনজেকশন আজই হিমালয়ান এয়ালাইন্সের ফ্লাইটে কাঠমান্ডু নিয়ে যাওয়া হবে।

এর আগে গত ৬ মে ভারতকে ১০ হাজার ভায়াল রেমডেসিভির ইনজেকশন দিয়েছিল বাংলাদেশ।

এছাড়া সহায়তার অংশ হিসেবে মাস্ক এবং পিপিই পাঠানো হবে। সেগুলো পরবর্তীতে নেপাল দূতাবাসের তত্বাবধানে নিয়ে যাওয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. লোকমান মিয়া উপস্থিত ছিলেন।

এমএইচআর/এমকেএইচ