ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শহীদ মিনারে সৈয়দ মাইনুলের মরদেহ

প্রকাশিত: ০৭:১৪ এএম, ১২ নভেম্বর ২০১৪

জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বুধবার বেলা সোয়া ১১টায় মরহুমের মরদেহ শহীদ মিনারে নেওয়া হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় মরদেহবাহী গাড়ি বুয়েটের আর্কিটেক্ট ডিপার্টমেন্টের সামনে রাখা হয়। সেখানে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর শিক্ষার্থী ও সহকর্মীরা গুণী এই ব্যক্তিকে শেষ শ্রদ্ধা জানান।

গত সোমবার রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ইন্তেকাল করেন সৈয়দ মাইনুল হোসেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। ওই দিন বিকেলে সৈয়দ মাইনুল হোসেনের মরদেহ মোহাম্মদপুরে মারাকাত মসজিদে নেওয়া হয়। সেখানে গোসল করানোর পর তার মরদেহ শান্তিনগরের বাসায় নেওয়া হয়। সেখানে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়।

প্রয়াত মাইনুল হোসেনের খালাতো ভাই ইফতেখার রহমান জানান, মাইনুল হোসেনের বোন ও মেয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। তারা বুধবার দেশে ফিরলে বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন হবে।