ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ক্রেতা-বিক্রেতারা মাস্ক না পরলে দোকান বন্ধ করে দিচ্ছে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:২১ পিএম, ০৫ মে ২০২১

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে বিপণিবিতান এবং শপিংমলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি-না তা সরেজমিন পরিদর্শনে নেমেছেন ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বুধবার (৫ মে) বিকেলে রাজধানীর গুলশানে নগর ভবনের সামনে থেকে এই অভিযান শুরু হয়।

অভিযানের শুরুতে গুলশান শপিং সেন্টারে যান মেয়র। এ সময় তিনি ক্রেতা-বিক্রেতাদের মাঝে মাস্ক বিতরণ করেন। তবে গুলশান শপিং সেন্টারের এম এম ট্রেনিং সেন্টারের সামনে এক ক্রেতার মুখে মাস্ক না থাকায় ব্যবস্থা নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন মেয়র। তাৎক্ষণিক ওই ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ওই দোকানটি সাময়িক বন্ধ করেও দেয়া হয়। একই কারণে বন্ধ করে দেয়া হয়েছে গুলশানের একটি হার্ডওয়্যারের দোকান।

গত সোমবার মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে এক অনুষ্ঠানে আজ বুধবার থেকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে নামার ঘোষণা দিয়েছিলেন মেয়র আতিকুল ইসলাম।

এমএমএ/এসএস/এমএস