ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নিরাপত্তা চেয়ে শফী হত্যা মামলার বাদীর জিডি

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৯:৪২ পিএম, ০২ মে ২০২১

জীবনের নিরাপত্তা চেয়ে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হেফাজতে ইসলামের প্রয়াত আমির শাহ আহমদ শফী হত্যা মামলার বাদী ও তার শ্যালক মাঈন উদ্দিন।

রোববার (২ মে) বিকেলে জিডিটি দায়ের করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জিডিতে মাঈন উদ্দিন উল্লেখ করেন- গত কয়েকদিন ধরে তার বাসার আশপাশে নতুন মুখ দেখা যাচ্ছে। এছাড়া তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে হুমকি দেয়া হচ্ছে। তবে জিডিতে তিনি কারও নাম উল্লেখ করেননি।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জাগো নিউজকে বলেন, ‘শফী হত্যা মামলার বাদী মাঈন উদ্দিন নামে এক ব্যক্তি জিডি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

শাহ আমহদ শফীকে হত্যার অভিযোগ এনে গত বছরের ১৭ ডিসেম্বর চট্টগ্রামের একটি আদালতে মামলা করেন তার শ্যালক মাঈন উদ্দিন। মামলাটির তদন্ত শেষে ১২ এপ্রিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ৪৩ জনকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দেয়।

মিজানুর রহমান/এমআরআর/জেআইএম