ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কর্মহীন পরিবহন শ্রমিকদের জন্য বাস টার্মিনালে পণ্য সরবরাহের দাবি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩০ পিএম, ০২ মে ২০২১

করোনায় কর্মহীন পরিবহন শ্রমিকদের জন্য আর্থিক সহায়তা, ন্যায্যমূল্যে নিত্যপণ্য, অসুস্থ হলে বিনামূল্যে চিকিৎসা ও সুরক্ষার দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

একই সঙ্গে পরিবহন শ্রমিকদের দুর্দশা রোধে বাস টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের মধ্যে রেশন মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহের দাবি জানিয়েছে সংস্থাটি। রোববার (২ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ দাবি জানায়।

বিবৃতিতে করোনায় কর্মহীন গণপরিবহণের শ্রমিকদের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান, গণপরিবহন চালু হলে শ্রমিকদের প্রয়োজনীয় সুরক্ষা এবং ন্যায্যমূল্যে নিত্যপণ্য সরবরাহের দাবি জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য ঘোষিত লকডাউনে গণপরিবহন শ্রমিকরা মাসজুড়ে কর্মহীন তথা উপার্জনহীন হয়ে চরম অর্থনৈতিক কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। বর্তমান পরিস্থিতিতে ঋণ পাওয়াও দুরহ। ফলে পরিবহন শ্রমিকদের পরিবারের সদস্যদের খাবার জোগাড় করতে চরম সংকটের মধ্যে পড়তে হচ্ছে

গতবছর ৬৬ দিনের সাধারণ ছুটির সময়ও গণপরিবহন শ্রমিকরা কর্মহীন হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে সময় তারা তেমন কোনো সহায়তা পায়নি। এ বছরেও এই শ্রমিকদের প্রয়োজনীয় সহায়তা দিতে সরকারের কোনো কার্যকর উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। সরকারের এই দায়িত্বহীন ভূমিকা শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অস্থিরতার জন্ম দিচ্ছে। যা শ্রমিকদের মধ্যে অসহায়ত্ব থেকে বেপরোয়া মনোভাব তৈরি করবে।

নেতৃবৃন্দ কর্মহীন হয়ে পড়া ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিকদের দ্রুত প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের দাবি জানিয়ে বলেন, গণপরিবহন চালু করা হলে শ্রমিকদের জন্য সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে হবে। মাস্ক-স্যানিটাইজার সরবরাহের পাশাপাশি ঝুঁকি ভাতা প্রদান করতে হবে।

এসএম/এআরএ/জেআইএম