ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ভারতে করোনা আক্রান্তদের সুস্থতা কামনায় ঢাকায় বিশেষ প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:১৫ পিএম, ২৯ এপ্রিল ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে এবং অনেকে অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে। মৃতদের আত্মার শান্তি কামনা ও আক্রান্তদের দ্রুত আরোগ্য লাভে বিশেষ প্রার্থনার আয়োজন করছে বাংলাদেশ হিন্দু পরিষদ।

শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টায় রাজধানীর দয়াগঞ্জের শ্রী শ্রী জাতীয় শিব মন্দিরে এ প্রার্থনা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রতিবেশী ভারতসহ বিশ্বের সব রাষ্ট্রে মহামারি করোনা আক্রান্ত হয়ে জাতি-ধর্ম নির্বিশেষে প্রতিদিন হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে। লাখ লাখ মানুষ অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে।’

এতে আরও বলা হয়, মৃত্যুবরণকারী সকলের আত্মার শান্তি কামনা ও করোনা আক্রান্ত মানুষের দ্রুত আরোগ্য লাভে বাংলাদেশ হিন্দু পরিষদের সকল স্তরের কমিটির ন্যায় কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আগামী শুক্রবার (৩০ এপ্রিল) সন্দ্যা ৭টায় শ্রী শ্রী জাতীয় শিব মন্দির, দয়াগঞ্জ, ঢাকায় বিশেষ প্রার্থনা সভা আয়োজন করা হয়েছে।’

পিডি/এএএইচ/জেআইএম