ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পুলিশ কোনো অ্যাকশনে যায়নি

প্রকাশিত: ১১:৫৬ এএম, ২৯ নভেম্বর ২০১৫

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, এখানে যা ঘটেছে সব ছিল বিচ্ছিন্ন ঘটনা। উচ্ছেদের সময় সবকিছু শান্তভাবেই চলছিল। হঠাৎ করে কিছু শ্রমিক ঢিল ছোঁড়লে উত্তেজনার সৃষ্টি হয়। তবে পুলিশ কোনো অ্যাকশনে যায়নি।

রোববার বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এই ঘটনার পর এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মেয়র আনিসুল হককে নিরাপদে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে আনা হয়েছে।

প্রসঙ্গত, রোববার দুপুরে পুলিশকে সঙ্গে নিয়ে  তেজগাঁও এলাকার ট্রাকস্ট্যান্ড এলাকা থেকে অবৈধভাবে পাকিং করা ট্রাক সরাতে গেলে হামলার শিকার হন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক ও রেল মন্ত্রী মুজিবুল হক।

এআর/এসকেডি/পিআর

আরও পড়ুন