করোনায় মারা গেলেন ডা. শোকরানা
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের চিকিৎসক ডা. এফ এ আর শোকরানা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী।
তিনি বলেন, ‘গত ১৭ এপ্রিল ডা. শোকরানা করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ (মঙ্গলবার) তার মৃত্যু হয়। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের অষ্টম ব্যাচের ছাত্র ছিলেন। তার মৃত্যুতে বিএমএ চট্টগ্রাম শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।’
ডা. শোকরানা বিএমএ চট্টগ্রাম শাখার সদস্য ও নগরের একটি বেসরকারি হাসপাতালের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
মিজানুর রহমান/এএএইচ/এমএস