ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অভিযানে স্বরাষ্ট্র ও নৌ মন্ত্রীর না যাওয়ায় জনমনে প্রশ্ন

প্রকাশিত: ১০:০২ এএম, ২৯ নভেম্বর ২০১৫

তেজগাঁও এলাকায় অবৈধভাবে পার্কিং করা ট্রাক সরাতে  গিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের উপর হামলা চালিয়েছে শ্রমিকরা। হামলার পর তাকে অবরুদ্ধ করে রাখে শ্রমিকরা। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এদিকে, মেয়রকে অবরুদ্ধ করা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তেজগাঁওস্থ শ্রমিক ইউনিয়ন অফিসের চারপাশের রাস্তায় কন্টেইনার ও কাভার্ড ভ্যান দিয়ে মেয়র আনিসুলকে অবরুদ্ধ করে রাখা  হয়েছে।

track-station
জানা গেছে,  ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই উচ্ছেদ অভিযানের সিডিউলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, রেলমন্ত্রী মুজিবুল হক, নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান এবং মেয়র আনিসুলের উপস্থিত থাকার কথা ছিল।কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্বাচনি এলাকা থাকা সত্ত্বেও উচ্ছেদের সময় ঘটনাস্থলে ছিলেন না। এমনকি হামলা ও অবরুদ্ধ হওয়ার ঘটনা ঘটার পর ঘটনাস্থলে যাননি স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া শ্রমিক নেতা হিসেবে নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খানের উপস্থিত থাকার কথা থাকলেও তিনিও ঘটনাস্থলে আসেননি। এতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জনসাধারণের মনে প্রশ্ন ওঠেছে।

অনেকে বলছেন, আনিসুল হকের মতো একজন মেয়রকে এতোক্ষণ ধরে অবরুদ্ধ রাখার পরও কেন সরকারের দায়িত্বশীল এসব মন্ত্রীরা ঘটনাস্থলে পৌঁছায়নি। নাকি তাদের নির্দেশেই মেয়রের উপর হামলা চালানো হচ্ছে?

জেইউ/এসকেডি/আরআইপি

আরও পড়ুন