২০০ চালককে খাদ্য সহায়তা দিল ডিজিটাল রাইড
করােনা মোকাবিলায় সরকার ঘোষিত লকডাউনে রাইড শেয়ারিং সার্ভিস বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন রাইড শেয়ারিং সার্ভিসের চালকরা। ক্ষতিগ্রস্ত এই চালকদের পাশে দাঁড়িয়েছে রাইড শেয়ারিং কোম্পানি ডিজিটাল রাইড। প্রতিষ্ঠানটি দুই শতাধিক গাড়ি, মোটরসাইকেল, অ্যাম্বুল্যান্স চালককে খাদ্য সহায়তা দিয়েছে।
রোববার (২৫ এপ্রিল) দুপুরে মিরপুর-১০ নম্বর সেকশনের ঈদগাহ মাঠে এ সহায়তা দেয়া হয়।
এ সময় ডিজিটাইল রাইডের সিইও মো. ফখরুল ইসলাম চৌধুরি বলেন, ‘ডিজিটাল রাইড ব্যবসার জন্য আসেনি, এসেছে মানুষের জীবনমানের উন্নয়নে। রাইডার ভাইদের সঙ্গে আমরা অতীতেও ছিলাম, আগামীতেও থাকবো।’
বাইক, কার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স এই চারটি ছাড়াও সিএনজি, হেলিকপ্টার সুবিধা আনার কথা জানিয়ে তিনি বলেন, ‘রাইডারদের জন্য আমরা ১৭টি অফার দিয়েছি। আমরা চালকদের কাছ থেকে মাত্র ১৫ শতাংশ কমিশন নিচ্ছি।’
খাদ্য সহায়তা গ্রহণ করে একজন চালক বলেন, ‘আমাদের ডেকে যে সম্মান দেয়া হলো তাতে আমরা কৃতজ্ঞ। আশা করছি বিপদে আপদে ডিজিটাল রাইড আমাদের পাশে থাকবে।’
এ সময়, ডিজিটাল রাইডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা সিয়াম আহমেদ অনলাইনে যুক্ত হন। ডিজিটাল রাইডের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘রাইডার ভাইরা লকডাউনে অনেক কষ্ট করছেন। আপনাদের সাহায্যে ডিজিটাল রাইড এগিয়ে এসেছে। আগামী দিনেও আমরা আপনাদের পাশে থাকবো।’
সিয়াম আহমেদ ডিজিটাল রাইডের সেবা গ্রহণ করার জন্য যাত্রী ও চালকদের প্রতি আহ্বান জানান।
এসএম/এমএইচআর/জিকেএস