করোনায় মারা গেলেন প্রবাসীকল্যাণ সচিবের বড়ভাই
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের বড়ভাই অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আহমেদ রাইছুছ সালেহীন (৭০) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
বৃহস্পতিবার (২২এপ্রিল) বিকেল সোয়া ৪টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। মন্ত্রী এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এমইউ/এএএইচ/এএসএম