ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

উত্তরায় রাজউকের জমি উদ্ধার

প্রকাশিত: ০১:০৯ পিএম, ১১ নভেম্বর ২০১৪

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে প্রায় ২০ কোটি টাকার মূল্যের দু’টি প্লট (জমি ) উদ্ধার করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়।

রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরে ১৩ ও ১২ নম্বর রোডের ১৫ ও ২০ নম্বর রাজউকের সরকারী প্লটে জবরদখলকৃত অবৈধ মার্কেট, বসতি ও গ্যারেজ রাজউক কর্তৃপক্ষ একটি বুলডোজার দিকে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে।

রাজউকের প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট রোকনুদ্দৌলা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। রাজউকের কর্মকর্তা মো. শাহজাহান মিয়া, সহকারী নির্বাহী প্রকৌশলী এনামুল কাদের, বিপুল সংখ্যক পুলিশ ও রাজউকের নিজস্ব লোকজনসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

রাজউকের কর্মকর্তা মো. শাহজাহান মিয়া জানান, রাজউকের চলমান অবৈধ উচেছদ অভিযানের অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টর ১৩ ও ১২ রোডের ১৫ ও ২০ নম্বর রাজউকের সরকারী প্লটে উচেছদ অভিযান চালানো হয়। সেখানে প্লট তথা জমির ওপর জবরদখলকৃত অবৈধ মার্কেট,বসতি ও গ্যারেজ রাজউক কর্তৃপক্ষ একটি বুলডোজার দিকে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। -বাসস