ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:০৯ পিএম, ২২ এপ্রিল ২০২১

চট্টগ্রামে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবিতে মানববন্ধন করেছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় বক্তারা বলেন, ‘গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে আর্থিক কষ্টে দিনাতিপাত করছেন। লকডাউনে তারা কোনো ধরনের সহায়তা পায়নি। এমতাবস্থায় শ্রমিকদের দুঃখ-দুর্দশার কথা চিন্তা করে ২৮ এপ্রিলের পর গণপরিবহন চালু করা হোক। প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে পূর্বের ন্যায় দুই সিটে একজন করে বসিয়ে যাত্রী পরিবহন করা হবে।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম ও সিলেট বিভাগের সভাপতি মৃণাল চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. মুছা, কার্যনির্বাহী সদস্য রকিবুল মাওলা, ট্রাক-কাভার্ড ভ্যান ইউনিয়নের প্রচার সম্পাদক আব্দুর সবুর প্রমুখ।

মিজানুর রহমান/এআরএ/এমকেএইচ