জিহাদের নামে মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, বিশ্বব্যাপী জঙ্গিবাদ ও আইএসের উত্থান হচ্ছে। বিকৃত মানসিকতার কারণে তারা জিহাদের নামে মানুষ হত্যা করছে। আর ইসলাম তা মোটেও সমর্থন করে না। ভুলপথ পরিহার করে তাদের শান্তির পথে আসতে হবে।
শনিবার বিকেলে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের কোথাও যাতে জঙ্গিবাদের উত্থান না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। সবার সহযোগিতায় বাংলাদশেকে নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র এমএ তাহের ও কমিউনিটি পুলিশ জেলা সভাপতি জিয়াউল হুদা আপলু প্রমুখ।
কাজল কায়েস/এআরএ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা