ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিএসএমএমইউতে টিকা নিলেন আরও দেড় হাজার জন

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:২৮ পিএম, ১৭ এপ্রিল ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে শনিবার (১৭ এপ্রিল) চলমান কঠোর লকডাউনের মাঝেও এক হাজার ৫৮৪ জন টিকা নিয়েছেন। এর মধ্যে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক হাজার ৩৮২ জন এবং প্রথম ডোজের টিকা নিয়েছেন ২০২ জন।

শনিবার পর্যন্ত এ কেন্দ্রে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৩ হাজার ২৭৮ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৯ হাজার ৮৭৫ জন। বেতার ভবনের পিসিআর ল্যাবে ১৫ এপ্রিল পর্যন্ত ১ লাখ ৩১ হাজার ৮২৭ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। আর বেতার ভবনের ফিভার ক্লিনিকে শনিবার পর্যন্ত ৮৯ হাজার ৯৩৪ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন।

অন্যদিকে করোনা ইউনিটে আজ সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ৩০ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৪ হাজার ৫৭৭ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ হাজার ৭৭৯ জন। বর্তমানে ভর্তি আছেন ১৯৫ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ২০ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০ জন রোগী।

এমইউ/এএএইচ/এমকেএইচ