ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ইফতারি কিনতে রাস্তায়-দোকানে জনসমাগম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ১৬ এপ্রিল ২০২১

লকডাউনের তৃতীয় দিনে ইফতারি কিনতে রাস্তায় জনসমাগম বেড়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর মিরপুর ২ নম্বরের ৬০ ফিট এলাকার বারেক মোল্লার মোড় এবং দক্ষিণ মনিপুরের গলিগুলোতে এই চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, পাঁচ ভাই বিরিয়ানি অ্যান্ড শর্মা এবং হজরত শাহপরান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ক্রেতাদের ভিড়। স্বাস্থ্যবিধি ছাড়াই তারা ইফতারি কিনতে দোকানগুলোতে ভিড় করছেন। দোকানিরাও ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করতে নানা ধরনের শব্দ ব্যবহার করছিলেন।

jagonews24

দোকানগুলোর সামনে কেউ মোটরসাইকেল নিয়ে, কেউ ব্যক্তিগত গাড়ি নিয়ে, কেউ বাইসাইকেল নিয়ে, কেউ রিকশা নিয়ে এবং অধিকাংশই হেঁটে এসেছেন ইফতার কিনতে। এতে এই এলাকার রাস্তায় রিকশা, মোটরসাইকেল, বাইসাইকেল, ব্যক্তিগত গাড়ির চলাচলও বেড়ে যায়।

মূল সড়কের ওপর ইফতারির আগে জনসমাগম দেখে বোঝার উপায় নেই যে, দেশে সর্বাত্মক লকডাউন চলছে।

jagonews24

দক্ষিণ মনিপুর এলাকার গলি ঘুরে দেখা যায়, গলির দোকানগুলোতেও ইফতারি কিনতে মানুষ ভিড় করছে।

বাবলু নামে এক রিকশাচালক বলেন, ‘এখন রোজার মাস। মানুষের তো ইফতার কিনতে হবেই। এই দেখেন, প্রত্যেক মানুষের হাতে ইফতারির প্যাকেট। আমিও এক যাত্রী নিয়ে আসলাম, উনি ইফতার কিনছেন।’

পিডি/এআরএ/এএসএম