ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট ও রি-এজেন্ট জব্দ, গ্রেফতার ৯

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:৫১ এএম, ১৬ এপ্রিল ২০২১

অননুমোদিত এবং মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট ও রি-এজেন্টের মোড়কে নতুন করে মেয়াদ বসিয়ে বিক্রির অভিযোগে রাজধানীর তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব-২। অভিযানে বিপুল পরিমাণ জাল, মেয়াদোত্তীর্ণ ও নকল মেডিকেল কিট এবং রি-এজেন্ট জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) সকালে র‌্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অননুমোদিত, মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট ও রি-এজেন্ট জালিয়াতির মাধ্যমে নতুন করে মেয়াদ বসিয়ে বিক্রির অভিযোগে ওই নয়জনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে আজ শুক্রবার বিকেলে র‌্যাব-২ এর মোহাম্মদপুরের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান এই কর্মকর্তা।

টিটি/এসএস/এমএস