ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দ্বিতীয় ডোজের টিকা নিলেন আরও ১ লাখ ৯৭ হাজার জন

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৩২ পিএম, ১৫ এপ্রিল ২০২১

দেশে একদিনে আরও দুই লাখ সাত হাজার ৫৪৮ জন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। এরমধ্যে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৯৬ হাজার ৯৭৬ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৩৩ হাজার ৬৫৫ জন এবং নারী ৬৩ হাজার ৩২১ জন।

এদিন প্রথম ডোজের টিকা নেন আরও ১০ হাজার ৫৭২ জন। এছাড়া দেশে করোনার টিকাগ্রহণে নিবন্ধনকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ লাখ ৮৮ হাজার ৪৬৯ জন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার টিকা গ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫ হাজার ৮৬০ জন (প্রথম ডোজের তিন হাজার ৮১৯ জন ও দ্বিতীয় ডোজের ৬৩ হাজার ৪১ জন), ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ৭২ জন (প্রথম ডোজের ৩৭৬ জন ও দ্বিতীয় ডোজের নয় হাজার ৬৯৬ জন), চট্টগ্রাম বিভাগে ৪০ হাজার ৫৩৬ জন (প্রথম ডোজের এক হাজার ৯২২ জন ও দ্বিতীয় ডোজের ৩৮ হাজার ৬১৪ জন), রাজশাহী বিভাগে ২৩ হাজার ৬১৫ জন (প্রথম ডোজের এক হাজার ৫২৪ জন ও দ্বিতীয় ডোজের ২২ হাজার ৯১ জন), রংপুর বিভাগে ১৮ হাজার ১৮৯ জন (প্রথম ডোজের এক হাজার ৬ জন ও দ্বিতীয় ডোজের ১৭ হাজার ১৮৩ জন), খুলনা বিভাগে ২৫ হাজার ৪৪৫ জন (প্রথম ডোজের এক হাজার ৯৯ জন ও দ্বিতীয় ডোজের ২৪ হাজার ৩৫৭ জন), বরিশাল বিভাগ আট হাজার ৫৩৩ জন (প্রথম ডোজের ৩৬০ জন ও দ্বিতীয় ডোজের আট হাজার ১৭৩ জন) এবং সিলেট বিভাগে ১৪ হাজার ২৮৭ জন (প্রথম ডোজের ৪৬৬ জন ও দ্বিতীয় ডোজের ১৩ হাজার ৮২১ জন) রয়েছেন।

গত ২৭ জানুয়ারি দেশে প্রথম পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি শুরু হয়। ওইদিন প্রথম টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।

এমইউ/এএএইচ/এএসএম