ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনা সংক্রমণ রোধে সারাদেশে র‍্যাবের রোবাস্ট পেট্রোলিং

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০৪ পিএম, ১৪ এপ্রিল ২০২১

করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকারি বিধিনিষেধ কঠোরভাবে প্রতিপালনে সারাদেশে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এবার সারাদেশে চেকপোস্ট কার্যক্রম ও রোবাস্ট পেট্রোলিং চালু করেছে র‍্যাব। এছাড়াও যারা অকারণে বাইরে বের হচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করছে র‍্যাব।

বুধবার (১৪ এপ্রিল) ভোর থেকে দেশব্যাপী র‍্যাবের সবগুলো ব্যাটালিয়ন চেকপোস্ট কার্যক্রম ও রোবাস্ট পেট্রোলিং কার্যক্রম পরিচালনা করছে।

র‍্যাব সদর দফতর বলছে, চেকপোস্টগুলো থেকে বিনা প্রয়োজনে সকলকে ঘরের বাইরে যাওয়ার বিষয়ে নিরুৎসাহিত করা হচ্ছে। সরকারি বিধিনিষেধ চলাকালে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাওয়ার ক্ষেত্রে মুভমেন্ট পাস নিয়ে যাওয়ার প্রতি উৎসাহিত করা হচ্ছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জাগো নিউজকে জানান, জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাওয়ার ক্ষেত্রে মাস্ক পরিধান করা ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ প্রদান করা হচ্ছে।

jagonews24

তিনি বলেন, ‘আজ পয়লা বৈশাখে সরকারি ছুটি, সঙ্গে রমজানের প্রথম দিন। সঙ্গত কারণে রাস্তাঘাটে মানুষের আনাগোনা কম দেখা গেছে। তাছাড়া র‍্যাবসহ সব আইনশৃঙ্খলা বাহিনী মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছে। মাঠ পর্যায়ে আজ সরকারি নির্দেশ প্রতিপালনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও সহযোগিতা পেয়েছি। আমরা শতাধিক স্থানে সচেতনতা তৈরিতে মানুষের মাঝে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

এই কর্মকর্তা বলেন, ‘সাধারণত কঠোরতার মধ্যেই পাড়া-মহল্লায়, অলি-গলিতে বা চায়ের দোকানে আড্ডা, জটলা জমে। সেটা এবার আমরা কোনোভাবে হতে দেব না। মুভমেন্ট পাস ছাড়া কাউকে মুভ করতে দেয়া হবে না। সেজন্য আমাদের প্রত্যেকটি ব্যাটালিয়নকে সার্বক্ষণিক চেকপোস্ট, পেট্রোলিং কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।'

‘পাশাপাশি আমাদের প্রত্যেকটি ব্যাটালিয়নের ম্যাজিস্ট্রেটকে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে। যারা অহেতুক অকারণে বের হবেন, সরকারি নির্দেশনা প্রতিপালনে অনীহা প্রদর্শন করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

টিটি/ইএ/এমকেএইচ