ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পণ্যপরিবহনে রেলে যুক্ত হবে ১৫০টি লাগেজ ভ্যান

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:২৭ পিএম, ১৩ এপ্রিল ২০২১

পণ্য পরিবহনের জন্য আগামী এক বছরের মধ্যে রেলবহরে ১৫০টি লাগেজ ভ্যান যুক্ত হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রেলভবনের সম্মেলন কক্ষে লকডাউন এবং কোভিডকালীন সময়ে পণ্যবাহী ও পার্সেল ট্রেন পরিচালনা বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ‘একসময় রেলওয়েতে সব ধরনের পণ্য পরিবহনের ব্যবস্থা ছিল। কিন্তু ধীরে-ধীরে রেলকে সঙ্কুচিত করার ফলে এগুলো বন্ধ হয়ে যায়। রেলকে নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনা নেয়া হয়েছে। আমরা আবার অন্যান্য দেশের মতো কৃষকদের পণ্য পরিবহনের জন্য ব্যবস্থা করছি। রেল সাশ্রয়ী এবং নিরাপদ একটি পরিবহন।’

তিনি আরও বলেন, ‘আমরা ভবিষ্যতে চিন্তাভাবনা করছি, কিছু এজেন্ট দেব, যারা কৃষির সঙ্গে জড়িত, তারা পার্সেল হিসেবে রেলকে ব্যবহার করবে পণ্য পরিবহনের জন্য। আমরা বিদেশ থেকে ইতোমধ্যে ১৫০টির মতো লাগেজ ভ্যান কিনেছি। যেখানে রেফ্রিজারেটর থাকবে, কৃষিপণ্য সাজানোর স্তরও থাকবে। এ ধরনের পরিকল্পনায় রেল এগিয়ে যাচ্ছে। আমরা ছয় মাস আগে চুক্তি করেছি। চুক্তি অনুযায়ী ১৮ মাসের মধ্যে সরবরাহ করার কথা। ছয় মাস ইতোমধ্যে হয়ে গেছে। তাই আগামী ১ বছর পরেই আমরা সেই ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারব।’

রেলকে কেন্দ্র করে বিভিন্ন প্রকল্পের কাজ চলছে। চলমান নিষেধাজ্ঞার কারণে এগুলো বন্ধ হয়ে যাবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের দিক থেকে আমরা কাজগুলো অব্যাহত রাখতে চাই। যারা যে প্রকল্পে কাজ করছেন তাদের নিজস্ব ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে কাজ করাচ্ছেন প্রত্যেকটি জায়গায়। তারা তো প্রকল্প এরিয়ার বাইরে যাচ্ছেন না।’

সংবাদ সম্মেলনে রেল মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

আইএইচআর/এসএস/জেআইএম