লকডাউনে বাস-মিনিবাস থেকে পরিচালনা ব্যয় নেয়া যাবে না: মালিক সমিতি
আসন্ন লকডাউনে বন্ধ থাকা বাস-মিনিবাস থেকে মালিক সমিতির ‘পরিচালনা ব্যয়’ নেয়া যাবে না বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। পাশাপাশি লকডাউনে কর্মহীন শ্রমিকদের পাশে থাকতে সংশ্লিষ্ট মালিকদের প্রতি সমিতির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) ঢাকা শহর ও শহরতলী রুটে চলাচলকারী সকল মালিক ও সমিতির আওতাধীন শাখা সংগঠনগুলোকে দেয়া এক চিঠিতে এ নির্দেশনা দেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।
চিঠিতে তিনি বলেন, মহামারি করোনাভাইরাস সংক্রমণের এই ঊর্ধ্বগতির পরিস্থিতিতে ঢাকা মহানগরীতে চলাচলকারী বাস-মিনিবাস থেকে মালিক সমিতি বা কোম্পানির নামে গাড়ি থেকে কোনো প্রকার পরিচালনা ব্যয় আদায় করা যাবে না। এই ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া গেলে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, গাড়িতে কর্মরত স্টাফ ও যাত্রীদের মাস্ক ব্যবহার করা, মাস্ক ছাড়া যাত্রীদের গাড়িতে উঠতে না দেয়া এবং স্বাস্থ্যবিধি মেনে গাড়ি পরিচালনার বিষয়টি নিশ্চিত করতে হবে। এছাড়া লকডাউন চলাকালীন সংশ্লিষ্ট সমিতি বা কোম্পানিতে চলাচলকারী গাড়ির কর্মহীন শ্রমিকদেরকে ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করেন এনায়েত উল্যাহ।
এমএমএ/এমএসএইচ