ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আ.লীগ নেত্রী ফরিদুন্নাহার লাইলী করোনায় আক্রান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:৩৩ পিএম, ১২ এপ্রিল ২০২১

আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। কিছুদিন ধরে শরীর ভালো যাচ্ছিল না। জর আসা যাওয়া করতো। এই মুহূর্তে সর্দি আর কোনো ঘ্রাণ পাচ্ছি না। এই ছাড়া আর কোনো শারীরিক সমস্যা নেই। চিকিৎসকের পরামর্শক্রমে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘তার আগে আমার একমাত্র চিকিৎসক সন্তান করোনা আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে আছেন। গেল এক বছর সে করোনা রোগীদের সেবা দিয়েছে। সে এখন অনেকটা সেরে ওঠেছে। আমার জন্য, আমার সন্তানের জন্য আপনারা দোয়া করবেন।’

এসইউজে/এমআরএম/জিকেএস