ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সাংসদ বদির জামিন বহাল

প্রকাশিত: ০৮:২৭ এএম, ১১ নভেম্বর ২০১৪

অবৈধ সম্পদ অর্জনের মামলায় কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদিকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
 
দুদকের করা এই মামলায় গত ২৭ অক্টোবর হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান সাংসদ বদি। ওই জামিন স্থগিত চেয়ে দুদক আবেদন করলে চেম্বার বিচারপতি তা নাকচ করে দেন। পরে দুদক নিয়মিত আপিল করলে মঙ্গলবার তা নিষ্পত্তি করে বদির জামিন বহাল রাখল আপিল বিভাগ।
 
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাংসদ বদির বিরুদ্ধে গত ২১ আগস্ট রাজধানীর রমনা মডেল থানায় মামলাটি করে দুদক।
 
মামলার এজাহারে বলা হয়, আবদুর রহমান বদির নামে ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকার অবৈধ সম্পদ রয়েছে। সম্পদ বিবরণীতে তিনি ওই পরিমাণ সম্পদ গোপন করেছিলেন। এছাড়া অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কম মূল্যের সম্পদকে এক কোটি ৯৮ লাখ তিন হাজার ৩৭৫ টাকা বেশি উল্লেখ করা হয়েছে।