ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনায় আরও ৬৩ মৃত্যু, শনাক্ত ৭৪৬২

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:০৮ পিএম, ০৯ এপ্রিল ২০২১

রাজধানীসহ সারাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় হাজার ৫৮৪ জনে।

এ সময়ে নমুনা পরীক্ষায় নতুন আরও সাত হাজার ৪৬২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ছয় লাখ ৭৩ হাজার ৫৯৪ জনে।

দেশের সরকারি-বেসরকারি ২৪৩টি ল্যাবরেটরিতে ৩১ হাজার ৮৭৯টি নমুনা সংগ্রহ ও ৩১ হাজার ৬৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ৫৭ শতাংশ। প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৬২ শতাংশ।

শুক্রবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ সময়ে সুস্থ হয়ে উঠেছেন তিন হাজার ৫১১ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৬৮ হাজার ৫৪১ জনে। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৪ দশমিক ৪০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬৩ জনের মধ্যে বিশোর্ধ্ব দুইজন, ত্রিশোর্ধ্ব পাঁচজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ১৬ জন এবং ষাটোর্র্ধ্ব ৩৬ জন রয়েছেন।

বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে, মৃত ৬৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪২ জন, চট্টগ্রামে ১০ জন, রাজশাহীতে দুইজন, খুলনায় তিনজন, বরিশালে চারজন, সিলেটে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

এমইউ/এমএইচআর/এএসএম