ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সাকা-মুজাহিদের ফাঁসি : জাতিসংঘের বক্তব্যের জবাব দিলো ঢাকা

প্রকাশিত: ০৯:৫৪ এএম, ২৬ নভেম্বর ২০১৫

মানবতাবিরোধী অপরাধীদের রায় কার্যকর নিয়ে জাতিসংঘ মানবাধিকার সংগঠনের প্রশ্নের বিরোধিতা করে জবাব দিয়েছে ঢাকা। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।  

বিবৃতিতে বলা হয়, সদ্য ফাঁসি কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আদালত প্রমাণিত অপরাধী। তারা মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধ করেছেন। হত্যাযজ্ঞ চালিয়েছেন।

এতে আরো বলা হয়, আপিল বিভাগেও তাদের প্রতি দেয়া মৃত্যুদণ্ডের রায় বহাল থেকেছে। এখানে কোনো রাজনৈতিক প্রতিসিংহার বিষয় নেই। বা তাদের রাজনৈতিক পরিচয়ে সুরক্ষা দেয়ারও কোনো সুযোগ ছিলো না। দেশে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে বিচার পরিচালিত হচ্ছে। যদিও দেশের কিছু রাজনৈতিক দল এর বিরোধিতা করেছে। তাই সংস্থাটির প্রশ্ন অযৌক্তিক বলে দাবি করেছে ঢাকা।

এসএ/এসএইচএস/এএইচ/পিআর