ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দোকান বন্ধ রাখার প্রতিবাদে বঙ্গবাজারে ব্যবসায়ীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫৪ পিএম, ০৮ এপ্রিল ২০২১

সরকার ঘোষিত সাত দিনের ‘কঠোর বিধিনিষেধ’ আরোপের মধ্যে দোকার বন্ধ রাখার প্রতিবাদে রাজধানীর বঙ্গবাজার মার্কেটের সামনে মানববন্ধন করেছে বঙ্গবাজার ও আশপাশের কয়েকটি মার্কেটের দোকান মালিক সমিতির ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে তারা বঙ্গবাজার মার্কেটের সামনে এ মানববন্ধন করে। এরপর তারা ওই এলাকায় মিছিল করেছে।

এ সময় ব্যবসায়ীরা বলেন, করোনার কারণে গত রমজান ও ঈদে ব্যবসা হয়নি। এ বছরও এমন চলতে থাকলে পথে বসতে হবে তাদের। এরপর আমাদের ব্যবসা চালিয়া যাওয়া অসম্ভব হয়ে পড়বে।

তারা বলেন, ব্যবসায়ীরা বিভিন্নভাবে অর্থ জোগাড় করে ঈদের জন্য মালামাল উঠিয়েছেন। তারা বিক্রিও করতে পারছেন না। বিভিন্ন স্থানে সরবরাহও করতে পারছেন না।

তারা অভিযোগের সুরে বলেন, সব কিছু চলছে। তাহলে কেন দোকান-ব্যবসা বন্ধ থাকবে। এ সময় স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলে দেয়ার আহ্বান জানিয়ে তারা মিছিল করেন।

এনএইচ/এআরএ/এমকেএইচ