ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে টিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:৪২ এএম, ০৮ এপ্রিল ২০২১

সারাদেশের ন্যায় চট্টগ্রামেও করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৯টা থেকে চট্টগ্রামের ১৪ উপজেলা ও মহানগরের ১৫টি কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়। পাশাপাশি প্রথম ডোজের টিকাদান কার্যক্রমও চালু থাকবে বলে জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় ইতোমধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৪ লাখ ৯ হাজার ৪৫৩ জন। টিকার জন্য নিবন্ধন করেছেন ৫ লাখ ২০ হাজার ১১৩ জন।

চট্টগ্রাম সিভিল সার্জন (দায়িত্বপ্রাপ্ত) ডা. আসিফ খান জানান, এসএমএস প্রাপ্তি সাপেক্ষে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করা যাবে। তবে এসএমএস না পেলেও প্রথম ডোজ গ্রহণের তারিখ থেকে দুই মাস পরের তারিখে দ্বিতীয় ডোজের টিকা নেয়া যাবে।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে টিকাদানের মাধ্যমে চট্টগ্রামে করোনার টিকার প্রথম ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়েছিল। ওই দিন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শিক্ষা উপমন্ত্রী নওফেল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে টিকার দ্বিতীয় ডোজ নেবেন বলে জানা গেছে।

এআরএ/এএসএম