পলাতক হাসান আলীর বিচার শুরু
মানবতাবিরোধী অপরাধের মামলার কিশোরগঞ্জের পলাতক সৈয়দ মো. হাসান আলীর বিরুদ্ধে বিচার শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ৭ ডিসেম্বর থেকে সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
হাসান আলীর বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগের ছয়টি অভিযোগ আনা হয়েছে। ছয় অভিযোগের মধ্যে- ২৪ জনকে হত্যা, ১২ জনকে অপহরণ ও আটক এবং ১২৫টি ঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।
গত বছরের ৭ জুন হাসান আলীর বিরুদ্ধে তদন্ত শুরু করে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। ১৯ জুন তদন্ত শেষে ৪৭ পৃষ্ঠার প্রতিবেদন চূড়ান্ত করেন তদন্ত কর্মকর্তা হরি দেবনাথ। তদন্তকালে ৬০ জনের বেশি মানুষের সাক্ষ্য নেওয়া হয়।
হাসান আলীর বাবা সৈয়দ মোসলেম উদ্দিন তৎকালীন পূর্ব পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ারম্যান ও কিশোরগঞ্জ মহকুমা শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন।
হাসান আলীকে বিরুদ্ধে গত ৩ এপ্রিল গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।