ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বুধবার থেকে যে নিয়মে চলবে গণপরিবহন

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ০৬ এপ্রিল ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সারাদেশে সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার। চলমান এই লকডাউনের তৃতীয় দিন বুধবার (৭ এপ্রিল) থেকে গণপরিবহন চালুর সিদ্ধান্তের কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

লকডাউনে গণপরিবহন কীভাবে চলবে তা নিয়ে মানুষের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে ভিডিওবার্তায় এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সেতুমন্ত্রী।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকার মধ্যে গণপরিবহন চলাচল করবে। অর্ধেক আসন ফাঁকা রাখতে হবে। একইসঙ্গে যাত্রীদের ৬০ শতাংশ বর্ধিত ভাড়া দিতে হবে। এছাড়া যাত্রী, চালক ও সহকারীদের মাস্ক পরাসহ অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে।

ভিডিওবার্তায় ওবায়দুল কাদের জানিয়েছেন, লকডাউনের মধ্যেও বুধবার থেকে যেসব পরিবহন চলবে, সেগুলো সিটি করপোরেশন এরিয়ার বাইরে যেতে পারবে না। বাইরে থেকেও কোনো পরিবহন সিটি এরিয়ার মধ্যে ঢুকতে পারবে না। সিটি করপোরেশনের আওতার বাইরের সড়কে কোনো পরিবহনও চলাচল করবে না।

গত ৫ এপ্রিল থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করে সরকার। যে কারণে সারাদেশে গণপরিবহনসহ জরুরি সেবার বাইরে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তবে লকডাউনের একদিনের মাথায় সিদ্ধান্তে পরিবর্তন আনল সরকার। সিটি এরিয়ায় গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এএএইচ/এএসএম