শাহজালালে দেড় লাখ অবৈধ সিগারেট জব্দ
হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক লাখ ৫৬ হাজার স্টিক বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বুধবার এক অভিযানে বিমানবন্দরের ফ্রেইট এলাকা থেকে এসব সিগারেট জব্দ করা হয়।
জব্দকৃত সিগারেটগুলোর মধ্যে এক লাখ ৪০ হাজার ফাইন প্রাইম ও ১৬ হাজার ব্ল্যাক ব্রান্ডের সিগারেট পাঁচটি বড় কার্টনে ভরা ছিল।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জাগো নিউজকে জানান, অবৈধ সিগারেটগুলো কুয়ালালামপুর থেকে মালিন্দো এয়ারের একটি ফ্লাইটের মাধ্যমে (ওডি-০১৬২) ঢাকায় আসে।
জসিমউদ্দিন নামে এক ব্যক্তির নিকট সিগারেটগুলো পাঠানো হয়েছিল। প্রাথমিক তদন্তের পর চালানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান মহাপরিচালক।
এআর/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ২ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৩ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৪ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৫ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি