ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাশিয়াফেরত ২৬০ জন

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১১:১৭ এএম, ০৬ এপ্রিল ২০২১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩১টি ফ্লাইটে তিন হাজার ৮৩৩ জন যাত্রী দেশে ফিরেছেন। তাদের মধ্যে রাশিয়া থেকে আসা এজেথ্রি-৩৪০২ ফ্লাইটের ২৬০ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং বাকিদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

এতে গত বছরের ৫ ডিসেম্বর থেকে মঙ্গলবার (৬ এপ্রিল) পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো যাত্রী সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ২৩৭ জনে। শাহজালাল বিমানবন্দরের স্বাস্থ্য ডেস্ক সূত্রে এ তথ্য জানা গেছে।

শাহজালাল বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাশিয়া থেকে আসা ২৬০ জন যাত্রী রূপপুর পারমানবিক প্রকল্পে কর্মরত। তারা রূপপুরেই সরকারি উদ্যোগে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন। গতকাল ২৮০ জনের ফেরার কথা থাকলেও ২৬০ জন ফিরেছেন।’

এমইউ/এমএইচআর/এমকেএইচ