ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সন্ধ্যার পরও অলিতে গলিতে ভিড়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:০৩ এএম, ০৬ এপ্রিল ২০২১

করোনাভাইরাস নিয়ন্ত্রণে দেয়া লকডাউন উপলক্ষে সন্ধ্যা ৬টার পর অতি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ার বিধিনিষেধ থাকলেও তা মানা হয়নি রাজধানীর অনেক অঞ্চলে। মূল সড়কে জনসমাগম কম থাকলেও অলিগলি ছিল সন্ধ্যার পরও মানুষে সরগরম।

সোমবার (৫ এপ্রিল) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত রাজধানীর মিরপুর-২ নম্বর, ৬০ ফিট, আগারগাঁও, ফার্মগেট এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।

যদিও করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, সন্ধ্যা ‍৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ওষুধ ও নিত্য-প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।

মিরপুরের ২২ বাড়ি পানির পাম্প এলাকা থেকে ৬০ ফিট এলাকার অলিগলি ঘুরে দেখা যায়, রাত ৮টার দিকেও ওষুধের দোকান ছাড়াও অন্যান্য দোকানপাট খোলা রয়েছে। মানুষের ভিড়ও বেশ। রিকশা, মোটরসাইকেল চলছিল।

৬০ ফিট, আগারগাঁও, ফার্মগেট এলাকা ঘুরে দেখা যায়, রাতেও রিকশা, সিএনজি, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ির সরব উপস্থিতি। অতি জরুরি নয় এমন কিছু দোকানপাটও খোলা।

পিডি/এমআরএম