ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অলিগলি থেকে রাজপথ : কোথাও নেই লকডাউনের প্রভাব

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:০০ পিএম, ০৫ এপ্রিল ২০২১

রাজধানীর অলিগলি থেকে রাজপথ কোথাও লকডাউনের প্রভাব পরিলক্ষিত হচ্ছে না। শুধু মাত্র গণপরিবহন চলাচল ছাড়া রাজধানীর সবকিছুই স্বাভাবিক। কোথাও কোথাও যানজটও দেখা গেছে। বিশেষ করে রাজধানীর অলিগলিগুলো যেন আরও জমজমাট। সেখানে ইচ্ছেমতো লোকজন ঘোরাফেরা করছে। নিত্যপণ্যের দোকান ছাড়াও সব ধরনের দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। মাস্ক ছাড়াই অবাধে চলছে বেশিরভাগ লোক। কোথাও কোথাও উঠতি বয়সী তরুণরা আড্ডা দিচ্ছে।

jagonews24

সোমবার (৫ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল ৬টায় লকডাউনের শুরু থেকেই ঢাকায় বাস চলছে না। তবে প্রাইভেটকার, অটোরিকশা ও রিকশা চলছে রাস্তায়। পেছনে একজনকে বসিয়ে দাপিয়ে বেড়াচ্ছে মোটরসাইকেলও।

ভরদুপুরেও রাজপথের কোথাও কোথও যানজট দেখা দিয়েছে। তবে আইন-শৃঙ্খলাবাহিনীর কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। রাজধানীর প্রগতি স্মরণীতে যানজট লেগেই ছিল। এছাড়া উত্তর বাড্ডার অলিগলিতে সাধারণ মানুষের ভিড় ছিল অনেক।

jagonews24

রামপুরার ওয়াপদা এলাকা ঘুরে দেখা গেছে, সেখানে যত্রতত্র দোকান বসেছে বিভিন্ন ধরনের সবজির। কিছু ক্রেতার মুখে মাস্ক থাকলেও বিক্রেতাদের মুখে কোনো মাস্ক ছিল না। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী খোলা জায়গায় নিত্যপণ্যের বাজার বসানোর কথা থাকলেও মহাখালীর কাঁচাবাজারে প্রতিদিনের মতই বেচা-কেনা চলছে।

সেখানকার মাছ বিক্রেতা সাত্তার মিয়া জাগো নিউজকে জানান, খোলা জায়গায় কোথায় তাদের বসতে হবে এই ধরনের কোনো নির্দেশনা তারা পাননি।

jagonews24

মহাখালীর বক্ষব্যাধি হাসপাতাল রোডে কয়েকজন উঠতি বয়সী তরুণ আড্ডা দিচ্ছিলেন। তাদের একজনের ভাষ্য, দীর্ঘদিন ধরে ঘরে বসে আছেন তারা। স্কুল-কলেজ সব বন্ধ। তাই আর ঘরে ভালো লাগে না।

এ সময় মনির নামের এক যুবক বলেন, ‘ঘরে বসে থাকলেই কি করোনা ধরবে না? কপালে করোনা থাকলে কে আটকাবে?’

এইচএস/এসএস/জিকেএস